Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ঈদের বাজারে ছাড়া হচ্ছিল নকল প্রসাধনী, লাক্ষাধিক টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে ইলিয়াস শাহ নামের এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে যৌথভাবে শহরের আড়ুয়াপাড়া এলাকায় নকল কসমেটিক কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়ুয়াপাড়া আব্দুল জব্বার সড়কে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল ও অনুমোদনহীন উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিমের নকল করা হচ্ছে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীন।

এটিএম/

Exit mobile version