Site icon Jamuna Television

ইয়েমেনে যাকাত-ফিতরা নেয়ার সময় পদদলিত হয়ে প্রাণ গেছে অন্তত ৮৫ জনের

ইয়েমেনে যাকাত-ফিতরা নেয়ার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ গেছে অন্তত ৮৫ জনের। বুধবার (১৯ এপ্রিল) রাতের ওই ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক। খবর রয়টার্সের।

হতাহতের তথ্য নিশ্চিত করেছে হুতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, রাজধানী সানার ‘বাব-আল-ইয়েমেন’ এলাকায় হয় এই মর্মান্তিক ঘটনা। ঈদের আগে স্থানীয় একটি স্কুলে বিতরণ করা হচ্ছিল যাকাত ও ফিতরার অর্থ। এ সময় বিপুল সংখ্যক মানুষের চাপে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ।

এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে দাতব্য কর্মসূচি সংশ্লিষ্টদের। ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। রাজধানী সানার নিয়ন্ত্রণ হুতি বিদ্রোহীদের হাতে। তবে, জাতিসংঘ অনুমোদিত সরকারকে গুরুত্ব দেয় পুরো বিশ্ব।

/এমএন

Exit mobile version