Site icon Jamuna Television

পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করছে রাশিয়া

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঝালিয়ে নিচ্ছে রাশিয়া। বুধবার (১৯ এপ্রিল) দেশটির ‘ইয়ার্স মিসাইল সিস্টেম’ খতিয়ে দেখেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। খবর রয়টার্সের।

রাজধানী মস্কোর কাছেই কালুগা অঞ্চলের সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। বলা হয়, ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মিসাইলটি আঘাত হানতে সক্ষম। বহন করতে পারে একগুচ্ছ পরমাণু বোমা। ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অপর এলাকায় বহন করা সহজ। পাশাপাশি, জাপান ও আশপাশের সমুদ্রাঞ্চলেও শক্তিশালী সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর। শক্তিমত্তা প্রদর্শনের ওই কর্মসূচিতে যোগ দিয়েছেন ২৫ হাজার সৈন্য। তাতে রয়েছে ১৬৭টি যুদ্ধজাহাজ, ১২টি সাবমেরিন ও ৮৯টি যুদ্ধবিমান। ক্রেমলিনের বক্তব্য, সমুদ্রাঞ্চল থেকে আসা শত্রুদের হামলা মোকাবেলায় এই উদ্যোগ।

/এমএন

Exit mobile version