Site icon Jamuna Television

বঙ্গবাজার নতুন করে সাজানো হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

বঙ্গবাজার নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে ঈদের জামাতের ব্রিফিং শেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, বঙ্গবাজারে ১০তলা ভবন হওয়ার যে পরিকল্পনা ছিল সেটা নিয়ে আরও কাজ আছে। ব্যবসায়ীদের সাথে বসবো। প্রধানমন্ত্রীর কিছু দিকনির্দেশনা থাকবে। পুরনো পরিকল্পনা হয়তো থাকবে না। নতুন করে সাজানো হবে বঙ্গবাজার।

এএআর/

Exit mobile version