Site icon Jamuna Television

ডিঙ্গি নৌকা থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে দুটি ডিঙ্গি নৌকা থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। বুধবার (১৯ এপ্রিল) তাদের ক্যানারি আইল্যান্ডে আশ্রয় দেয়া হয়। খবর রয়টার্সের।

দু’দিন আগেই, স্পেনের উপকূল থেকে ৮০ মাইল দূরে শনাক্ত হয় নৌ-যানগুলো। সেখান থেকে বারবারই পাঠানো হয় বিপদ থেকে উদ্ধারের সংকেত। যাতে সাড়া দিয়ে এগিয়ে যায় কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ১৮ নারী ও ৪৯ শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে রেড ক্রিসেন্ট।

বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃত সবাই আফ্রিকা মহাদেশের নাগরিক। উন্নত জীবনের খোঁজে তারা পাড়ি জমাচ্ছিলেন ইউরোপে। কিন্তু পথে নৌকার ইঞ্জিন বিকল হওয়ায় বিপাকে পড়েন অভিবাসনপ্রত্যাশীরা।

এপ্রিল মাস পর্যন্ত ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছেন আড়াই হাজারের মতো মানুষ। যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৬৩ শতাংশ কম।

/আরআইএম/এএআর/

Exit mobile version