Site icon Jamuna Television

দিল্লির বিপক্ষে মাঠে নামবে কলকাতা; দেখা যাবে মোস্তাফিজ-লিটনের লড়াই?

ছবি: সংগৃহীত

আজই কি দেখা হবে মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের? আইপিএলে আজ রাতে মুখোমুখি হবে দিল্লির ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এক ম্যাচে দেশের দুই তারকা লিটন-মুস্তাফিজকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। টানা দুই হারে আইপিএলের পয়েন্ট টেবিলে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। জয়ে ফিরতে তারা আজ ভাঙতে পারে কম্বিনেশন। আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ডাক এবং সবশেষ ম্যাচে করেন ৮ রান। ব্যাট হাতে রীতিমতো ধুঁকতে থাকা গুরবাজকে বসিয়ে লিটন দাসের অভিষেক করাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ভালো নেই দিল্লি ক্যাপিটালস। টানা পাচ হারে বিধ্বস্ত মোস্তাফিজুর রহমানের দল। জ্বলে উঠতে পারছেন না কাটার মাস্টারও। শঙ্কা তাই তো একাদশ থেকে বাদ পরার। তবে শেষ পর্যন্ত যদি লিটন-মোস্তাফিজ দুজনেই থাকেন একাদশে তবে কলকাতা-দিল্লি ম্যাচ অন্য রকম রোমাঞ্চ তৈরি করবে টাইগার ক্রিকেট ভক্তদের কাছে।

/আরআইএম

Exit mobile version