Site icon Jamuna Television

দ্বিতীয় টেস্টেও ভারতের শোচনীয় পরাজয়

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও শোচনীয়ভাবে হেরেছে ভারত। দুই ইনিংসেই ভারতের সর্বোচ্চ রান এসেছে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে (২৯ ও ৩৩)। এই একটি তথ্যই ২২ গজে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্র ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট। ফলে, ইনিংস ও ১৫৯ রানের বিশাল ব্যবধানে হার।

রোববার টেস্টের চতুর্থ দিনে ৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে শুরু করে ইংলিশরা। স্যাম কারান ৪০ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হলে ৭ম উইকেট হারায় ইংল্যান্ড। এরপরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ১৩৭ রানে অপরাজিত ছিলেন ক্রিস ওকস।

এর আগে, প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে যাওয়ায় ২৮৯ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভিরাট কোহলির দল। এবারও, জেমস অ্যান্ডারসনের বোলিংয়ের তোপে আত্মসমপর্ণ করে ২ ওপেনার মুরালি বিজয় আর লোকেশ রাহুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ৩৩ রানে অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া ২০’র বেশি রান করেছেন কেবল হার্দিক পান্ডিয়া।

৫ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version