Site icon Jamuna Television

বঙ্গবন্ধু‌ সেতু‌তে পরিবহন পারাপার হয়েছে ৩৬ হাজার; টোল আদায় পৌনে তিনকোটি

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় ছোট বড় মি‌লি‌য়ে বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৩৬ হাজার ৬৯‌টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল টোল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ক‌য়েকদি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এ‌তে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ২০ হাজার ৮২০‌টি। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে যাওয়া ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৫ হাজার ২৪৯‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০টাকা। ফ‌লে সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গত ক‌য়েক‌দি‌নের চে‌য়ে গত ২৪ ঘনটায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

এটিএম/

Exit mobile version