Site icon Jamuna Television

সালমানের পর এবার হত্যার হুমকি পেলেন রাখি সাওয়ান্ত

বেশকিছুদিন ধরেই বিষ্ণোয়ি গ্যাং থেকে হত্যার হুমকি পাচ্ছিলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। এ নিয়ে বেশ সরগরম বলিপাড়া। হুমকির পর রাজ্য সরকারের তরফ থেকে মিলেছিল একাধিক আশ্বাসসহ নিরাপত্তা। সালমানের পক্ষে সরব ছিলেন আরেক আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। ফলে এবার টার্গেট হলেন রাখি। খবর ইন্ডিয়া ট্যুডের।

বরাবরই রাখি সালমানের পক্ষে কথা বলেন। এবার যেন রাখির জন্য এটিই কাল হলো। সম্প্রতি রাখি জানান, তিনি ইমেইলে বিষ্ণোয়ি গ্যাংয়ের তরফ থেকে হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া তাকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এর আগে গেল বছর পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করে বিষ্ণোয়ি গ্যাংয়ের সদস্যরা। এরপর সালমান খান ইমেইলে হুমকি পেতে থাকেন এই গ্যাং থেকে। তবে রাখি সত্যিই হুমকি পেয়েছেন নাকি এটি তার পাবলিসিটির আরেকটি কায়দা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version