Site icon Jamuna Television

মালয়েশিয়ায় শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা

আহমাদুল কবির:

মালয়েশিয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে দেখা মিলছে ক্রেতাদের ভিড়। করোনার ধাক্কা সামলে আবারও প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও কেনাকাটা সারছেন। বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি প্রবাসী ব্যবসায়ীরাও।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অনেকে রাজধানী কুয়ালালামপুর ছেড়ে পাড়ি জমাচ্ছেন নিজ নিজ গ্রামে। যারা ঈদে রাজধানীতে থাকবেন শেষ সময়ে কেনাকাটা সারতে তারা ভিড় জমাচ্ছেন বিপণী বিতানগুলোতে। কেনাকাটা সারছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। যদিও পরিবার থেকে দূরে থাকায় আক্ষেপ আছে তাদের। তবে উৎসবে উদযাপনে নেই কোনো কমতি।

দেশটিতে থাকা বাংলাদেশি মালিকানাধীন বেশকিছু দোকানে পাওয়া যাচ্ছে বাংলাদেশি পোশাক। প্রবাসের মাটিতে দেশীয় ডিজানেইর পোশাক পেয়ে খুশি প্রবাসীরা। করোনার পর আবারও ঈদ উপলক্ষ্যে পুরোদমে জমে উঠেছে প্রবাসীদের ব্যবসা-বাণিজ্য। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্যাশন হাউজগুলো। ঈদে বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় বাসিন্দাদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিচ্ছে বাংলাদেশি পোশাকসহ নানা পণ্য।

এসজেড/

Exit mobile version