Site icon Jamuna Television

ঈদুল ফিতরে হল বুকিংয়ে এগিয়ে ‘লিডার,আমিই বাংলাদেশ’

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ৮টি ছবি মুক্তির দৌড়ে থাকলেও হল বুকিংয়ের দিক থেকে এগিয়ে শাকিব খান। বৃহস্পবিার (২০ এপ্রিল) ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির একশ’ হল বুকিং চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ছবিটির নির্মাতা তপু খান।

তিনি জানান, আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমাদের লিডার একশ’ হল বুকিং চূড়ান্ত হয়েছে। আশা করি ঈদ হবে লিডারময়।

একশ’ হল বুকিং চূড়ান্ত হওয়ার পর ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানায়, আপাতত আর হল বুকিং বাড়ানো হবে না।

‌’লিডার, আমি বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান বলেন, আমাদের একশ’টি হল বুকিং সম্পন্ন হয়েছে। চাঁদরাতের আগে হল সংখ্যা আরও বাড়তে পারে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সবগুলো সিঙ্গেল স্ক্রিনে (সিনেমা হল) চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

এদিকে সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্স বাদে দেশে চালু থাকা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা ৫০টির মতো। তবে ঈদ মৌসুম আসায় বন্ধ থাকা প্রায় একশ’র কাছাকাছি বন্ধ সিনেমা খুলছে।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

/এনএএস

Exit mobile version