Site icon Jamuna Television

সৌদি আরবের সাথে মিল রেখে কালই লক্ষ্মীপুরের ১০টি গ্রামে ঈদ উদযাপন

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সে ক্ষেত্রে শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামেও কাল পালিত হবে ঈদ।

সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, কাঞ্চনপুরের পূর্ব বিঘা, হোটাটিয়া, শৈরশৈই, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কলাকোপাসহ মোট ১০টি গ্রামে শুক্রবার পালিত হবে ঈদুল ফিতর।

এদিকে, শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন।

এসজেড/

Exit mobile version