Site icon Jamuna Television

স্ট্যান্ডিং টিকিটের দাবিতে সড়ক অবরোধ, চাপ থাকায় আগেই শেষ দাবি রেলওয়ের

সাধারণ যাত্রীদের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে না এমন অভিযোগে বিমানবন্দর সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ছাড়াও জোর করে অনেকেই বিমান বন্দর প্ল্যাটফর্মে ঢুকে যায়। পরে তাদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে নন এসিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর রেলস্টেশনের টিকিট কাউন্টার তালাবদ্ধ থাকায় ক্ষোভ জানান উপস্থিত যাত্রীরা।

অনেকে অভিযোগ করেন, সাধারণ যাত্রীদের এই টিকিট দেয়া হচ্ছে না। তবে যোগসাজশে ঠিকই মিলছে। পরে স্টেশনের সামনে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ যাত্রী। পুলিশ তাদের সরিয়ে দেয়।

যাত্রীদের এই ক্ষোভের শুরু একজন কর্মকর্তার বক্তব্যের রেশ ধরে। তার দাবি, দুই ঘণ্টার নিয়ম বলে কিছু নেই। শেষ হয়েছে সব স্ট্যান্ডিং টিকিট।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিনিয়র সিগন্যাল ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, স্ট্যান্ডিং টিকিট দুই ঘণ্টা আগের যেটা সেটি এখন নেই।

স্টেশন ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, ২৫ শতাংশ টিকিট অনেকে আগে কিনে নিয়েছেন। অনেক লোক একসাথে জড়ো হয়। অনেক চাহিদা তাই আগেই দিয়ে দিয়েছি।

এমন অবস্থায় স্টেশনের ভেতরেও টিকিটবিহীন যাত্রী ঢুকে যায়। পরে তাদের বের করে দেয় স্টেশন কর্মকর্তারা।

/এনএএস

Exit mobile version