Site icon Jamuna Television

জয় দিয়েই আসর শুরু চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি’র

জয় দিয়েই আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপার আরেক দাবিদার আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা সিটিজেনদের।

২২ বছর পর ডাগআউটে কোচ আর্সেন ওয়েঙ্গারকে ছাড়া মাঠে নামে আর্সেনাল। নতুন কোচ উনাই এমরির প্রথম ম্যাচটি অবশ্য সুখকর হয়নি। ম্যাচের ১৪ মিনিটেই ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টালিংয়ের গোলে লিড পায় ম্যান সিটি।

এই গোলের মধ্য দিয়ে লিগে নিজের ৫০তম গোলের দেখা পান স্টার্লিং। বিরতির পর বেরনার্ডো সিলভার দারুণ এক গোলে ২-০’র জয় পায় সিটিজেনরা।

এর ফলে গত ১০ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার রীতি ধরে রেখেছে তারা। একই সঙ্গে উনাই এমরির সঙ্গে মুখোমুখি ১১ দেখায় অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

এদিকে আর্সেনালের সবশেষ ৬ কোচের মধ্যে এমরিই প্রথম যে কিনা গানারদের প্রথম ম্যাচে জয় এনে দিতে ব্যর্থ হলেন।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version