Site icon Jamuna Television

সৌদি আরবের সাথে ঈদ পালিত হবে শরীয়তপুরের ৫০ গ্রামে

শরীয়তপুর প্রতিনিধি:

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এই ঈদ উদযাপন করবেন সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা। 

শুক্রবার সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হবে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে। 

সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা যায়, শুক্রবার সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই তাদের সাথে মিল রেখে শরীয়তপুরের শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

শুক্রবার প্রথম জামায়াত সকাল ৯টায় ও দ্বিতীয় জামায়াত সাড়ে ৯টায় শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে। ছয় উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেবেন। 

/এনএএস

Exit mobile version