Site icon Jamuna Television

সৌ‌দি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ১০ গ্রামে শুক্রবার ঈদ

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

সৌ‌দি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ১০‌টি গ্রা‌মে শুক্রবার (২১ এপ্রিল) প‌বিত্র ঈদুল ফিতর পা‌লিত হবে। ঈ‌দের প্রধান জামায়াত অনু‌ষ্ঠিত হ‌বে সদর উপ‌জেলার বদরপুর ইউ‌নিয়‌নের বদরপুর দরবার শরী‌ফে সকাল ৯টায়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বদরপুর দরবার শরী‌ফ জা‌মে মস‌জি‌দের খ‌তিব কাম পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আঃ গ‌নি।

তি‌নি বলেন, প্রতি বছ‌রের মতো এবারও আমরা সৌ‌দি আর‌বের সা‌থে মিল রে‌খে শুক্রবার ঈদ পালন কর‌বো। এজন্য আমরা রোজাও রে‌খে‌ছিলাম ১‌দিন আ‌গে। শুক্রবার সকাল ৯টায় দেড় শতা‌ধিক মানুষ ঈ‌দের জামায়াতে অংশগ্রহণ কর‌বে ব‌লে ম‌নে ক‌রি।

মাওলারা আঃ গ‌নি জানান, গত ১ মা‌সে এই মস‌জিদে তারা‌বি নামাজ পড়ি‌য়ে‌ছেন বদরপুর দরবার শরী‌ফ নুরা‌নি হা‌ফে‌জিয়া মাদরাসার প্রধান শিক্ষক হা‌ফেজ মো. আল আ‌মিন এবং হা‌ফেজ মো. রেজাউল। ১০ রাকায়াত ক‌রে তারা দুইজ‌নে মোট ২০ রাকায়াত ক‌রে গত ১ মাস তারা‌বি নামাজ পড়ি‌য়ে‌ছেন।

মাদরাসার শিক্ষক হা‌ফেজ মো. আল আ‌মিন জানান, আ‌মি ২ বছর ধ‌রে এখা‌নে আছি। আসার পর থে‌কে সৌ‌দির সা‌থে মিল রে‌খে এখানকার লোকজন ১‌ দিন আ‌গে রোজা রাখা শুরু ক‌রে আবার সে অনুযায়ী প‌বিত্র ঈদ ও কোরবা‌নিও পালন ক‌রে।

মস‌জি‌দের খ‌তিব কাম পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আঃ গ‌নি জানান, আ‌মি প্রায় ৪০/৪৫বছর ধরে এখা‌নে আ‌ছি। সম্ভবত ৮০/৯০ বছর আগ থে‌কে এখানকার মুরীদরা সৌ‌দির সা‌থে মিল রে‌খে এ প্রথা পালন ক‌রে আস‌ছে। মূলত, হানা‌ফি মাযহা‌বি অনুসারীরা পৃ‌থিবীর যে‌ কোনো স্থা‌নে চাদ দেখা গে‌লে আর সে‌টি নি‌শ্চিত হ‌লেই যে‌ কোনো মুসলমান রোজা রাখ‌তে পা‌রেন, প‌বিত্র ঈদ উদযাপন করতে পা‌রেন। আমরাও আমা‌দের বদরপুরী পীর সা‌হে‌বের অনুসারী হিসেবে সে‌টিই ক‌রে আস‌ছি।

/এনএএস

Exit mobile version