Site icon Jamuna Television

আবারও আলোচনায় ফ্রান্সের ‘স্পাইডারম্যান’, উঠলেন ৩৮ তলা ভবন বেয়ে!

৩৮ তলা ভবন বেয়ে উঠে আবারও আলোচনায় ফ্রান্সের স্পাইডারম্যানখ্যাত অ্যালাইন রবার্ট। ৬১ বছর বয়সেও কোনো নিরাপত্তা সুরক্ষা ছাড়াই অবলীলায় বহুতল ভবন বেয়ে উঠে, তাক লাগালেন আরো একবার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এবার উঠলেন প্যারিসের ৪৯২ ফুট উঁচু এলটো টাওয়ারের চূড়ায়। খবর রয়টার্সের।

প্রথম দেখায় মনে হতেই পারে সিনেমার কাল্পনিক চরিত্র স্পাইডারম্যান চলে এসেছে পৃথিবীতে। তড়তড়িয়ে উঠে যাচ্ছেন সুউচ্চ ভবনের চূড়ায়। সম্প্রতি এমনই এক দৃশ্যের দেখা মিলল প্যারিসে। কেবল একজোড়া জুতো পরেই অ্যালাইন রবার্ট উঠলেন ৩৮ তলার আকাশ্চুম্বী ভবনে।

এর আগেও অনেকবার বহু ভবনের চূড়ায় উঠে আলোচনায় এসেছেন রবার্ট। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৫০ টিরও বেশি আকাশচুম্বী ভবন বেয়ে চূড়ায় উঠেছেন তিনি। দেয়াল বেড়ে ওঠার এ দক্ষতার কারণেই কেউ তাকে ডাকে মানব মাকড়সা আবার কারো কাছে তিনি ফরাসি স্পাইডারম্যান। ১৯৭৫ সালে কেবল শখের বশে শুরু করলেও ধীরে ধীরে তা পরিনত নয় নেশায়।

এ ব্যাপারে ফরাসি স্পাইডারম্যান অ্যালাইন রবার্ট বলেন, নিজের প্রতি আত্নবিশাস থাকলে কোনো কাজেই কঠিন হয়। বয়স ও কোনো বাধা নয়। আপনি চাইলে এই বয়সেও দুর্দান্ত অনেক কিছুই করতে পারেন। শুধু থাকতে হবে প্রবল ইচ্ছা শক্তি।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায়ও উঠেছেন রবার্ট। উঠেছেন আইফেল টাওয়ার এবং সানফ্রান্সিস্কোর গোল্ডেন গেট ব্রিজের চূড়াতেও। বেশিরভাগ সময় রবার্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভবন বেঁয়ে উঠেন। এজন্য গ্রেফতারও হয়েছেন একাধিকবার।

এটিএম/

Exit mobile version