Site icon Jamuna Television

স্পেসএক্স’র রকেট স্টারশিপ বিস্ফোরিত, উড্ডয়নের তিন মিনিটের মধ্যে ধরে যায় আগুন

বিস্ফোরণের মধ্য দিয়ে শেষ হলো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের বহুল আলোচিত রকেট স্টারশিপ’র পরীক্ষামূলক যাত্রা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে টেক্সাস উপকূল থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। খবর রয়টার্সের।

দু’তিন মিনিটের মাথাতেই দেখা দেয় গোলোযোগ। সময়মতো বুস্টার আলাদা না হওয়ায় ইঞ্জিন চালুর পর আগুন ধরে যায় রকেটে। পতিত হয় মেক্সিকো উপসাগরে। মনুষ্যবিহীন আকাশযান বলে হতাহতের ঘটনা হয়নি। সর্বকালের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেটের উড্ডয়ন অভিযান দেখতে টেক্সাস উপকূলে জড়ো হন বহু মানুষ। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করেন ইলন মাস্ক নিজে। রকেট বিস্ফোরিত হলেও অবশ্য এটিকে অবশ্য সফল মিশন বলে বিবেচনা করছেন স্পেসএক্স’র প্রকৌশলীরা।

তারা জানান, পরীক্ষামূলক উড্ডয়নের ভুলত্রুটি সংক্রান্ত তথ্যগুলো সংগ্রহ করছেন তারা। শিগগিরই নতুন মিশনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। উৎক্ষেপণের জন্য প্রায় তৈরি আরেকটি রকেটও। স্টারশিপের মাধ্যমেই চাঁদে ও মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা স্পেসএক্স’র।

এটিএম/

Exit mobile version