Site icon Jamuna Television

কড়া নাড়ছে ঈদ, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ

ঈদ কড়া নাড়ছে, এই বুঝি খুশির উপলক্ষ। শেষ মুহূর্তের কেনাকাটায় শিশু থেকে সব বয়সীদের পদচারণায় মুখর রাজধানীর শপিংমলগুলো। ছুটি শুরু হওয়ায় ভিড় কমেছে। তবে শেষ মুহূর্তে অলংকার, কসমেটিকস, জুতা, ব্যাগ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী।

একেবারে দ্বোরগোড়ায় ঈদ; তাই শেষ মুহূর্তে রাজধানীবাসী সেড়ে নিচ্ছেন, টুকিটাকি কেনাকাটা। পোশাকের সাথে মিলিয়ে বিভিন্ন অলংকার বেছে নিচ্ছেন তরুণীরা। কসমেটিকসও বাদ যাচ্ছে না। সংসারের নতুন তৈজসপত্র কেনাকাটার উপলক্ষ্যও এনে দেয় ঈদ।

পোশাক কেনার পর জুতা, ব্যাগকে তালিকায় রাখেন যারা, তাদের অনেকে শেষ সময়ে এসে এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের সুবিশাল শোরুম থেকে পছন্দ করেন।

ঈদের কেনাকাটা, পরিবারের সদস্যদের সাথে আবেগ ভাগ করার সুযোগ এনে দেয়। প্রিয়জনকে এই ঈদে উপহার দিয়ে আনন্দ বেড়ে যায় দ্বিগুণ।

এটিএম/

Exit mobile version