Site icon Jamuna Television

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন করছেন অনেকে। এরই অংশ হিসেবে চাঁদপুরের ৪০টি গ্রামে উৎসবমুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শুক্রবার (২১ এপ্রিল) হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন পীর মুফতি আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এসময় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়।

পরে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাজিগঞ্জ, ফরিদগঞ্জ ,মতলব , কচুয়া ও শাহারাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এটিএম/

Exit mobile version