Site icon Jamuna Television

স্বস্তির ঈদযাত্রায় কিছুটা ছন্দপতন: বাসে শিডিউল বিপর্যয়, ট্রেনও ছাড়ছে দেরিতে

শেষ মুহূর্তের ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হলো ঘরমুখো মানুষকে। গত কয়েকদিন স্বস্তির যাত্রা থাকলেও যাত্রীর চাপে ধাক্কা খেয়েছে সড়ক ও রেলপথের শৃঙ্খলা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত থেকেই মহাসড়কে যানবাহনের তীব্র চাপ। শুক্রবার সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। শিডিউল বিপর্যয়ের কারণে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করছেন তারা।

কর্তৃপক্ষ বলছে, মহাসড়কে যানজটের কারণে নির্ধারিত সময় বাস ছাড়া যাচ্ছে না। বাসের টিকিটের আশায় বসে না থেকে পিকআপ বা ট্রাকেও বাড়ির পথ ধরেছেন নিম্ন আয়ের মানুষ।

এদিকে, রেলস্টেশনেও অনেক চাপ যাত্রীদের। কেউ কেউ ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন ট্রেনের ছাদে। যাত্রীচাপে শিডিউল রক্ষা করা যাচ্ছে না ট্রেনেও। কমলাপুর থেকে প্রায় সব কয়টি ট্রেনই বিলম্বে ছেড়েছে।

অবশ্য যাত্রীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাড়ি ফেরায় ভোগান্তি বেশ কম।

/এমএন

Exit mobile version