Site icon Jamuna Television

এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক: ওবায়দুল কাদের

বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে বিমানবন্দরের সড়কে ওভারপাস পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই।

ছয়টি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসের কাজ শেষ হলেই রাজধানীতে আর কোনো যানজট থাকবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদের ছুটি শেষে ফেরার পথেও যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেজন্য জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version