Site icon Jamuna Television

টুইটারে ব্লু-টিক হারালেন তারকা খেলোয়াড়েরা

ছবি: সংগৃহীত

টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নতুন নিয়মের শিকার হয়েছেন তারকা খেলোয়াড়েরা। সাবস্ক্রিপশন ফি না দেয়ায় ব্লু-টিক হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, শচীন টেন্ডুলকার ও ভিরাট কোহলির মতো তারকার। এদের মধ্যে কেবল রোনালদোর ১০৮ মিলিয়নেও বেশি ফলোয়ার রয়েছে।

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক গত বছর টুইটার কিনে নেয়ার পরই ঘোষণা এসেছিল, আইডি ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা গুনতে হবে সবাইকে। সেই নিয়ম কার্যকর করে ভেরিভিকেশনের চিহ্ন হিসেবে ব্লু-টিক সরিয়ে দেয়া হয়েছে একাধিক ব্যক্তির আইডি থেকে। যে নিয়ম থেকে রক্ষা পাননি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকা তারকারাও। মূলত ভেরিফিকেশনের সাবস্ক্রিপশন বাড়ানোর লক্ষ্যেই এমন নিয়ম করা হয়েছে।

এই অসুবিধায় প্রথমেই পড়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, ভিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। পাকিস্তানের বাবর আজমও একই নিয়মের শিকার হয়েছেন।

/আরআইএম/এমএন

Exit mobile version