Site icon Jamuna Television

সরে দাঁড়ালেন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী

শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব। শুক্রবার (২১ এপ্রিল) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনকের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর ।

সম্প্রতি অভিযোগ উঠে, ডমিনিক রাব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণ করেন। তার আচরণের কারণে অনেকেই হেনস্থার অভিযোগ আনেন। এই ইস্যুতে সরকারি কর্মকর্তাদের সংগঠন এফডিএ লিখিত অভিযোগ করে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি। এদিকে অভিযোগের ঘটনায় ক্ষোভ জানিয়ে টুইটও করেন ডমিনিক রাব।

/এমএন

Exit mobile version