Site icon Jamuna Television

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। আর তাতে যেন প্রাণ ফিরেছে নগরীতে। শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়।

বেশ কিছুদিন ধরে সারাদেশে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। তাই বৃষ্টির জন্য রাজধানীসহ সারাদেশের মানুষ অপেক্ষা করছিল। এরমধ্যে দেশের নানা জায়গায় বৃষ্টির দেখা মিললেও ঢাকা বৃষ্টি এলো বিকেলে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।

এদিকে, আবহাওয়া অধিদফতর থেকে পূর্বাভাসে বলা হয়েছিল, আগামীকাল শনিবার (২২ এপ্রিল) ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এমএন

Exit mobile version