Site icon Jamuna Television

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৬ শ্রমিক নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ৬ শ্রমিকের। রোববারের ঘটনায় এখনও ১৩ শ্রমিক খনিতে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জীবিতদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানায় তারা।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, খনির অন্তত ৪ হাজার ফুট নিচে রয়েছে শ্রমিকরা। এলাকাটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান। সহায়তার জন্য পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের একটি দল সেখানে পৌঁছেছে। এরইমধ্যে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেছেন বেলুচিস্তানের প্রধান খনি বিষয়ক পরিদর্শক।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version