Site icon Jamuna Television

ঈদের দিনেও ব্যাট হাতে সাকিব

ছবি: সংগৃহীত

ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে- প্রবাদ বাক্যটি যেন আরও একবার সত্যি হলো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্য। ঈদের দিনেও ব্যাট হাতে নেমেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তিন বছর পর মাগুরায় ঈদ উদযাপন করেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ঈদে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রাও।

এর আগে মাগুরায় বাবা, মা ও স্কুলের বন্ধুদের সাথে ঈদুল ফিতর উদযাপন করেন সাকিব। ঈদের নামাজ শেষে বিকেলে বন্ধুদের সাথে বাইকে ঘুরবেন সাকিব। বন্ধুদের নিয়ে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। ঈদের আগের দিন তার বন্ধুদের সাথে অর্থাৎ, ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের সাথে মসজিদে ইফতারও করেছেন সাকিব।

সাকিব ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নোমানী ময়দান ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাকিব। সেই সাথে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন।

নামাজ শেষে বাড়িতে ফেরেন সাকিব। এরপরেই ব্যাট হাতে নেমে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাইক চালাতে খুবই পছন্দ করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সে কারণেই হয়তো বাইক নিয়ে মাগুরার পথঘাটে ছুটবেন সাকিব নিশ্চিত করছেন তার বন্ধু নয়ন খান। সেই সাথে বন্ধুদের নিয়ে সাকিবের নানা বাড়ি যাবার পরিকল্পনাও আছে।

উল্লেখ্য, ঈদ উদযাপন করে স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার কথা আছে সাকিবের।

/আরআইএম

Exit mobile version