Site icon Jamuna Television

আইএফএফএইচএস’র সেরার ৩ ট্রফি মেসির হাতে

ছবি: সংগৃহীত

একসাথে তিন ট্রফি হাতে পেয়েছেন লিওনেল মেসি। ২০২২ সালের আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার জিতেছিলেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

আইএফএফএইচএস শুক্রবার (২১ এপ্রিল) তাদের ওয়েবসাইটে জানায়, প্যারিসে মেসির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন মেসি, যা সংস্থাটির ইতিহাসে রেকর্ড। ৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। গত ফেব্রুয়ারিতে জিতে নেন ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’।

/আরআইএম

 

Exit mobile version