Site icon Jamuna Television

রাজধানীর হাতিরঝিলে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ছবি: প্রতীকী

ঈদুল ফিতরের দিন সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসচাপায় দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মেহেদী হাসান (১৭)।

হাতিরঝিল থানার এসআই সুজন দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম বলেছেন, মেহেদী বাইক চালাচ্ছিল। বেলা ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরা টিভি সেন্টারের বিপরীতে যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এর পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেহেদীর বাবা আবুল কাশেম পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। রাজধানীর রামপুরা এলাকায় মা–বাবার সাথে থাকতো মেহেদী। ঘতক বাসটি জব্দ করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।

এনবি/

Exit mobile version