Site icon Jamuna Television

ঈদগাহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আল আকসা জামে মসজিদের ঈদগাহে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন রকি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকাল ৭টার দিকে উত্তর আলীপুর আবুল খায়ের মেম্বার বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদের ঈদগাহে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রকি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর আব্বাস আলী ভূইয়া বাড়ির আবু ইউসুফের ছেলে। ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন তিনি। ঈদের দিন সকালে ঈদগাহে বিদ্যুতের কাজ করছিলেন। বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল ১১টায় উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/এনএএস

Exit mobile version