Site icon Jamuna Television

ঈদে যুক্তরাষ্ট্রে ‘পেইড হলিডে’: প্রথমবারের মতো পেলো ডিয়ারবর্ন সিটির কর্মীরা

যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি হলের কর্মীরা প্রথমবারের মতো পেলো ঈদের ছুটি। রাজ্যটির ডিয়ারবর্ন শহরের সিটি হলের কর্মচারীদের এ বছর দেয়া হলো ঈদের ছুটি। এজন্য কাঁটা হবে না কোনো বেতন। খবর টাইমসের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ছুটি দেয়া হলো। এজন্য বন্ধ রাখা হয়েছে শহরটির সিটি হল অফিস, পাবলিক লাইব্রেরি ও জেলা আদালত। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। ছুটির পাশাপাশি রাতভর রমজান উৎসবেরও আয়োজনও করে কর্তৃপক্ষ।

ডিয়ারবর্নের মোট জনসংখ্যার অর্ধেক মুসলিম। বাস করেন অনেক প্রবাসী বাংলাদেশিও। ছুটি পেয়ে তাই সর্বস্তরের মুসলিমদের সাথে খুশি প্রবাসীরাও। যুক্তরাষ্ট্রে শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

/এমএন

Exit mobile version