Site icon Jamuna Television

ফিরতি ঈদযাত্রা: ছুটি শেষ হচ্ছে আজ, আগেভাগেই ফিরছেন অনেকে

পরিবার-পরিজনের সঙ্গে উৎসব আনন্দে কয়েকটা দিন কাটিয়ে প্রিয় স্মৃতিগুলোকে সঙ্গী করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। ফিরতি পথের চাপ এড়াতে আগেভাগেই তাদের এই ফিরে আসা।

তবে, নদীপথে যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম। পদ্মাসেতুর কারণে এবার ঈদযাত্রায় নৌরুটের প্রাধান্য কমেছে। ভোর থেকেই সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে। ভোগান্তিবিহীন ঈদ যাত্রায়, স্বস্তির ছাপ ছিল সবার চোখেমুখে। তবে, দুশ্চিন্তার ভাঁজ লঞ্চের কর্মীদের কপালে।

এদিকে, আজ রোববারও (২৩ এপ্রিল) রাজধানী ছেড়ে বাড়ির পথ ধরছেন কেউ কেউ। কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বাড়ছে কমলাপুর রেল স্টেশনেও। ঈদের ছুটি আজই শেষ হচ্ছে। তাই সবাই ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। কাল থেকে শুরু হচ্ছে অফিস-আদালত। ফলে কাল যাত্রী চাপ বেশি থাকবে বলেই ধারণা পরিবহন সংশ্লিষ্টদের।

/এমএন

Exit mobile version