Site icon Jamuna Television

মাহরেজের হ্যাটট্রিকে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ২০১৯ সালের পর আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলো ম্যানসিটি।

চ্যাম্পিয়নস লিগে ম্যাচে মূল একাদশে সুযোগ না পাওয়া রিয়াদ মাহারেজ নটিংহ্যামের বিপক্ষে প্রথম লিড এনে দেয় সিটিকে। ৪৩ মিনিটে স্পটকিক থেকে গোল করেন এই আলজেরিয়ান তারকা। ৬১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মাহারেজ। আর ম্যাচের ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন মাহারেজ।

এফএ কাপের ফাইনালে তারা ম্যানইউ কিংবা ব্রাইটনকে পাবে।

/এমএন

Exit mobile version