Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদকে ছুটি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবণতা বাড়ছে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ঈদকে ছুটি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবণতা বেড়েছে। এর মধ্যে ২০১৫ সালে নিউইয়র্কে সবচেয়ে বড় পাবলিক স্কুলে ঈদকে ছুটি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। খবর আল জাজিরার।

গেলো বছর হিউস্টন, মিনিয়াপোলিসসহ আরও বেশ কয়েকটি শহরেও এই উদ্যোগ নেয়া হয়েছে। মার্কিন জনসংখ্যার প্রায় ১ শতাংশ মুসলিম। এরমধ্যে নিউ জার্সি ও মিশিগানে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে ঈদ উপলক্ষে থাকে না কোনো সরকারি ছুটি । তাই মুসলিম ছাত্রদের কথা মাথায় রেখে কয়েক বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আযাহায় স্কুল বন্ধ রাখার চেষ্টা করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই ঈদের ছুটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে দেশটিতে বসবাসরত মুসলিম জনগোষ্ঠী।

/এমএন

Exit mobile version