Site icon Jamuna Television

কোটালীপাড়ায় ১০টি দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাতে প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করেছেন দোকানদাররা।

শনিবার (২৩ এপ্রিল) রাত দশটার দিকে উপজেলার ঘাঘর বাজারের ব্যাপারী পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুতই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরও বেশ কয়েকটি দোকান।

/এমএন

Exit mobile version