Site icon Jamuna Television

ঈদের আগের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বান্ধবী, শনিবার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলে থাকা নওশিন। ওইদিন আহত হয়েছিলেন বাইক চালক রাহাত হোসেন আসিফ। আর ঈদের পরের দিন (২৩ এপ্রিল) রাহাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবারের বাইক দুর্ঘটনায় নিহত বান্ধবীর মৃত্যুশোক সইতে না পেরে রাহাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

আরও পড়ুন: ঈদের আগের রাতে ট্রাক চাপায় শেষ হলো মেডিকেলে পড়ার স্বপ্ন

খিলগাঁও থানার ওসি বলেন, রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও দক্ষিণ গোড়ানের বাসা থেকে রাহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার জানায়, দুর্ঘটনার পর থেকে অনেকটা আপসেট ছিলেন রাহাত।

শুক্রবার রাতে মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলসহ আরোহী নওশিন। আর আহত হন বাইক চালক রাহাত। দু’জনে ওয়ারী যাওয়ার সময় মেয়র হানিফ উড়াল সড়কের কাছে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। দু’জনেই সড়কে ছিটকে পড়েন।

/এনএএস

Exit mobile version