Site icon Jamuna Television

এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ লিটন

ছবি: সংগৃহীত

শঙ্কাই হলো সত্যি। চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা একাদশ থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। আইপিএলের অভিষেকে উইকেটের সামনে ও পেছনে ব্যর্থ হওয়ায় চেন্নাইয়ের বিপক্ষে তাকে দলে রাখেনি কলকাতা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ডেভিড ভিসা। কলকাতার হয়ে অভিষেক হচ্ছে এই অলরাউন্ডারের।

আইপিএলের অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে উইকেটের পেছনে লিটনের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। এমন হতাশাজনক পারফর‌ম্যান্সের পর একাদশে তার সুযোগ পাওয়া নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা।

আর সেই হিসেবে দলে লিটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম ছিল। এছাড়া গত ম্যাচে গুরবাজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন লিটন। পারেননি আস্থার প্রতিদান দিতে। লিটনের মতো আফগান ওপেনার গুরবাজও ব্যর্থ হওয়ায় তাকে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে রাখেনি কলকাতা।

/এনএএস

Exit mobile version