Site icon Jamuna Television

‘বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে’

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে আছে। প্রতিবেদন দ্রুতই আদালতে দেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার সকালে দুর্নীতি দমনে এফএম রেডিওর ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, কয়লা লোপাটের সাথে যেই জড়িত থাকুক, ছাড় পাবে না কেউ। আলোচনায় এফএম রেডিওর কর্তাব্যক্তিরা অভিযোগ করেন, এমআরবি গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন বাজার নিয়ন্ত্রণ করছে।

দুদক চেয়ারম্যান বলেন, এমন অনিয়মেরও তদন্ত করবে দুদক। সড়ক নৈরাজ্যের বিষয়ে তিনি বলেন, বারবার সতর্ক করেও বিআরটিএ’কে দুর্নীতিমুক্ত করা যায়নি। কিভাবে করা যায় দুদকের তা জানা আছে, সেভাবেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version