Site icon Jamuna Television

লাদাখ সীমান্তে উত্তেজনা নিরসনে চীন-ভারতের বৈঠক

ছবি: সংগৃহীত

সীমান্তে উত্তেজনা নিরসনে আরেক দফা বৈঠক হলো চীন ও ভারতের মধ্যে। রোববার (২৩ এপ্রিল) দীর্ঘ আলোচনায় অংশ নেন দু’দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। দ্য ইকোনমিক টাইমসের খবর।

প্রায় চার মাস বিরতিতে মুখোমুখি বসেছিল দু’পক্ষ। পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় বৈঠক। চলে গভীর রাত অব্দি। কমান্ডার পর্যায়ের ১৮তম বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দু’পক্ষ।

লাদাখ সীমান্ত ঘিরে গেলো তিন বছর ধরেই উত্তেজনা চলছে ভারত-চীনের মধ্যে। চলতি সপ্তাহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে অংশ নিতে দিল্লি যাওয়ার কথা চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুর।

/এম ই

Exit mobile version