যুক্তরাষ্ট্রে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি বিমান। উড্ডয়নের পরপরই আগুন ধরে যায় বোয়িং ৭৩৭ বিমানটির ইঞ্জিনে। খবর ডেইলি মেইল’র।
রোববার (২৩ এপ্রিল) ওহাইওর কলম্বাস শহরে এই ঘটনা ঘটে। এসময় বিমানটিতে ১৭৩ যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে বিমানটির ইঞ্জিনে। এরপরই তাতে আগুন ধরে যায়। তা ছড়িয়ে পড়ে দ্রুত।
আমেরিকান এয়ারলায়েন্সের বিমানটির পাইলট জরুরি অবতরণ করেন। রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণে আনা হয় এর আগুন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/এনএএস

