বিএনপি যাই বলুক নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে রাণী ভবানি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পুর্নমিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি ঢাকায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে। ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
/এনএএস

