Site icon Jamuna Television

কওমি সনদের স্বীকৃতি: আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মাস্টার্স ডিগ্রি’র সমমর্যাদা দেয়া হলো কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদকে মার্স্টাস ডিগ্রি’র সমমর্যাদা সংক্রান্তের আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, আল-হায়াতুল উলিয়া জামিয়াতুল কাওমিয়া নামে একটি বোর্ডের অধীনে কাওমি মাদরাসার ৬টি বোর্ড পরিচালিত হবে। আর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

দাওরায়ে হাদিসকে, ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমর্যাদা দিয়ে গত এপ্রিলে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Exit mobile version