অন্য এক নারীকে বিয়ে করার সময় সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিসগড়ের বাসতার জেলায়। খবর এনডিটিভি’র।
বিয়ের অনুষ্ঠান চলাকালে ১৯ এপ্রিল ঘটনাটি ঘটে। অ্যাসিড নিক্ষেপে বর ও কনেসহ ১০ অতিথির শরীরের কিছু অংশ পুড়ে যায়। ঘটনার পরই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা-৩২৬ এ মামলা ও তদন্ত শুরু হয়।
তদন্তের পর অভিযুক্ত তরুণীর পরিচয় পাওয়া যায়। ওই তরুণী বরের সাবেক প্রেমিকা। তরুণী জানিয়েছে, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সে প্রতারণা করে অন্য নারীকে বিয়ে করেছে।
পুলিশ কর্মকর্তা জানান, যখন ওই তরুণী তার সাবেক প্রেমিকের বিয়ের খবর জানতে পারে তখনই অ্যাসিড হামলার পরিকল্পনা করে। সে যেখানে কাজ করে সেখান থেকে অ্যাসিড চুরি করে নিয়ে আসে। তাকে হেফাজতে নেয়া হয়েছে।
/এনএএস

