Site icon Jamuna Television

বঙ্গভবনে উঠেছেন নয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাজধানীর গুলশানের বাসা ছেড়ে সপরিবারে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে রাত ৮টা ৪৫ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তখন রাষ্ট্রপতির সাথে ছিলেন স্ত্রী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যরা।

এর আগে, এদিন সকালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।

/এমএন

Exit mobile version