বেঙ্গালুরুতে একটি শাড়ি কেনা নিয়ে নিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় একটি দোকান। একটি শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই নারীকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মুহূর্তে ভাইরাল হয়। খবর হিন্দুস্থান টাইমস‘র।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে বলা হয়, দুই মহিলার মধ্যে বাগ্বিতণ্ডার সূত্রপাত একটি ‘মাইসোর সিল্ক’ শাড়ি কেনা নিয়ে। দোকানে ওই রঙের একটিই ‘মাইসোর সিল্ক’ ছিল। দুই মহিলারই নজর ছিল ওই শাড়িতে। প্রথমে শাড়িটি নিয়ে টানাহেঁচড়া করার পর দু’জনের মধ্যে রীতিমতো মারপিট লেগে যায়।
ভিডিওটিতে দেখা যায়, প্রথমে শাড়ি নিয়ে টানাটানি হওয়ার পর একজন অপর জনের ওপর চড়াও হন। ছেড়ে কথা বলেননি দ্বিতীয় মহিলাও। এর পর দু’জনেই একে অপরের চুল ধরে টানতে শুরু করেন। এরপর ওই দোকানে উপস্থিত কয়েক জনের মধ্যস্থতায় তাদের লড়াই থামে।
/এনএএস

