পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুন খোয়া প্রদেশের দুর্ঘটনায় আহত অর্ধ শতাধিক। খবর আল জাজিরা’র।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাবাল শহরে কাউন্টার টেররিজম বিভাগের কার্যালয়ে হয় এ বিস্ফোরণ। নিহতদের বেশিরভাগ কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তা। দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বহুতল ভবনটির নিচ তলায় ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। শর্ট সার্কিট থেকে আগুন ছড়ানোর পর হতে পারে বিস্ফোরণ। একই ভবনে রয়েছে কাবাল জেলা পুলিশের কার্যালয় ও রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতর।
উল্লেখ্য, চলতি বছর শুরুতেই পুলিশের দু’টি বড় ফাঁড়িতে হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই তালেবান টিটিপি।
/এনএএস

