Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে নিজ বাসা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নিজ বাসা থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাতে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মমতাজের বড় ছেলে সড়ক বিভাগে চাকরি করেন। স্টাফ কোয়ার্টারে দুই ছেলেকে নিয়ে থাকতেন মমতাজ বেগম। গতরাতে বড়ছেলে বাপ্পি বাসায় ফিরে তার মায়ের বিবস্ত্র মরদেহ কয়েক টুকরো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এনএএস

Exit mobile version