Site icon Jamuna Television

১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি টোকিও’র উদ্দেশে রওনা হন।

সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে।

টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে সেখানে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। সেখান থেকে ৪ মে যুক্তরাজ্য সফর করবেন। ৬ মে যোগ দেবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। এ ছাড়া লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।

/এনএএস

Exit mobile version