Site icon Jamuna Television

চেলসির কোচ হতে যাচ্ছেন পচেত্তিনো!

ছবি: সংগৃহীত

চেলসির কোচের দায়িত্ব নেয়ার খুব কাছে মাওরিসিও পচেত্তিনো। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি দুই পক্ষের কেউই। খবর গোল ডটকমের

গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর ল্যাম্পার্ডকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয় চেলসি। এরপর ব্লুদের কোচের শর্ট লিস্টে যুক্ত হন তিন কোচ লুইস এনরিখে, নাগেলসম্যান ও পচেত্তিনো। শেষ পর্যন্ত এনরিখে ও নাগেলসম্যান সরে দাঁড়ালে আর্জেন্টাইন পচেত্তিনো এখন চেলসির কোচ হবার সবচেয়ে বড় দাবিদার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ইংলিশ গণমাধ্যম বলছে প্রাথমিকভাবে সবই চূড়ান্ত হয়েছে। কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের নিয়োগ নিয়ে এখন কাজ চলছে। সবশেষ পিএসজির কোচের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ৫১ বছর বয়সী এই আর্জেন্টাইনের।

/আরআইএম

Exit mobile version