Site icon Jamuna Television

একমাস না পেরোতেই বরখাস্ত টটেনহ্যাম কোচ

ছবি: সংগৃহীত

টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে পুরো এক মাসও টিকলেন না ক্রিস্টিয়ান স্তেল্লেনিকে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরদিন পর তাকে সরিয়ে দিলো প্রিমিয়ার লিগের ক্লাবটি। তার বদলে সহকারী কোচ রায়ান ম্যাসন এখন টটেনহ্যামের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

নিউক্যাসলের বিপক্ষে রেকর্ড এই হারের পরে নড়েচড়ে বসে ক্লাব কর্তৃপক্ষ। ভরাডুবির একদিন পরেই টটেনহ্যামের কোচ ক্রিস্টিয়ান স্তেল্লেনিকে বরখাস্ত করা হয়। এক বিবৃতিতে সোমবার (২৪ এপ্রিল) স্তেল্লেনিকে সরিয়ে দেয়ার কথা জানায় টটেনহ্যাম। সহকারী কোচ রায়ান ম্যাসন এখন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আন্তোনিও কন্তের সঙ্গে চুক্তি বাতিলের পর ২৭ মার্চ দায়িত্ব পান স্তেল্লেনি। রোববার (২৩ এপ্রিল) নিউক্যাসলের মাঠে হারে টটেনহ্যামের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশায় বড় ধাক্কা লাগে।

৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে তারা। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল।

/আরআইএম

Exit mobile version